কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নারায়ণগঞ্জে পাইরেসি চক্রের ২৩ সদস্য আটকরিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধি:-
ঝিনাইদহের কালীগঞ্জ পিরোজপুর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের হেলপার শাহিনুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত আরো ১৫ জন। শনিবার দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুরের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী যাত্রীবাহী বাস শাপলা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তেলবাহী লরির পেছনে ধাক্কা দেয়। এরপর গাছের সাথে ধাক্কা লাগে। এসময় যাত্রীবাহী বাসের অনেকেই আহত হয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বারবাজার ও যশোরে পাঠিয়ে দেয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সম্পা মোদক বলেন, ‘আমাদের এখানে আহত অবস্থায় তিনজনকে এনেছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে গাড়ির হেলপার শাহিনুর মারা গেছে।’ ঘটনাস্থল থেকে বারবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মনির হোসেন বলেন, ‘এ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের প্রায় ১৬ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুত্বর অবস্থায় গাড়ির হেলপারকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এসময় ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এম,পি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment