ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন


ছাগলনাইয়া প্রতিনিধি : –

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২২ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী চট্রগ্রাম আনোয়ারা পারকীচর ও হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) এর মাজার এলাকায় ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পনআনন্দ ভ্রমণ প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সকাল ৭টায় ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে আনন্দ ভ্রমনের উদ্বোধন করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হাসান।  স্বাগত বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।  আনন্দ-উল্লাস, সঙ্গীত, কবিতা আবৃত্তি, র‌্যাফেল ড্র ও বিশেষ সম্মননা ক্রেস্ট প্রদান এর মধ্যদিয়ে দিনব্যাপী চলে ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমন অভিযান। চট্রগ্রাম পারকীচর ও হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) এর মাজার এলাকা ঘুরে বেড়িয়ে রাতে সকল সাংবাদিকরা ছাগলনাইয়ায় ফিরে আসে।  আনন্দ ভ্রমনে অংশ নেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক ও দৈনিক ফেনীর সময় প্রতিনিধি মোহাম্মদ শেখ কামাল ও সাবেক সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, দৈনিক ভোরের ডাক ও দৈনিক স্টার লাইন প্রতিনিধি মোঃ  শাহ আলম, সাপ্তাহিক ফেনীর গৌরব প্রতিনিধি মোঃ রফিক উদ্দিন, মোহনা টিভি প্রতিনিধি এম নিজাম উদ্দিন মজুমদার, মাসিক হায়দার’র সাবেক বার্তা সম্পাদক শওকত চৌধুরী, দৈনিক সূপ্রভাত ও সাপ্তাহিক উন্মোচন প্রতিনিধি মোঃ আলা উদ্দিন ভূঁঞা, সাপ্তাহিক নবকিরণ প্রতিনিধি মাজহারুল ইসলাম ভূঁঞা, দৈনিক এশিয়া বাণী প্রতিনিধি কাজী নুরুল আলম নিলু, বিএনএ প্রতিনিধি মোহাম্মদ মোদাচ্ছের  হোসেন আরিফ, নতুন ফেনী প্রতিনিধি মোঃ কামরুল হাসান, সিএনএম প্রতিনিধি এম দেলোয়ার হোসেন, দৈনিক সরেজমিন প্রতিনিধি আবদুল হান্নান, সাপ্তাহিক কলকণ্ঠ প্রতিনিধি মোঃ কপিল উদ্দিন, আলোকিত বার্তা প্রতিনিধি মোঃ এনায়েত উল্যাহ সোহেল, দৈনিক নওরোজ ও ভোরের সূর্য, আগামীর সময় প্রতিনিধি যতীন্দ্র সূত্রধর, সাপ্তাহিক ফেনী সমাচার প্রতিনিধি আমিনুল ইসলাম চৌধুরী আমিনসহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment