বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল : শ্রীনগরে শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক

 

Brand Bazaar

 

আরিফ হোসেন ঃ

শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে খাদ্যের অভাব ছিল, বস্ত্রের অভাব ছিল। তখন জনসংখ্যা ছিল ৭ কোটি। আর এখন জনসংখ্যা প্রায় ১৭ কোটি। জনসংখ্যা বাড়লেও বাংলাদেশ ক্ষুধা, দারিদ্রতা জয় করে এখন বিশ্বে রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। শনিবার দুপুর একটার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় আল ইহসান সোস্যাল ডেভলপমেন্ট সেন্টারে আয়োজিত নারীর আর্থ-সামাজিক ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বিশ্ব ব্যাংক মুখ ফিরিয়ে নেওয়ার পর মাননীয় প্রধান মন্ত্রীর ইচ্ছায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান হচ্ছে। উন্নত বিশ্বের মানুষের গায়ে এখন আমাদের দেশের তৈরি পোষাক। এবছর ৩৪ মিলিয়ন ডলারের রপ্তানী আয়ের ২৮ মিলিয়নই এসেছে তৈরি পোষাক খাত থেকে। এই খাতে কর্মরত প্রায় ৪৫ লাখ শ্রমিকের মধ্যে ৭০ ভাগই নারী। যাদের প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নেই। বেশীর ভাগ নারী শ্রমিক সমাজের বোঝা হয়েই এখাতে কাজের জন্য আসে। তাদেরকে দু এক মাসের ট্রেনিং দেওয়ার পরই তারা যদি এতোবড় অর্জন করতে পারে তাহলে নারীদেরকে স্কিল করে গড়ে তুলতে পারলে তারা আমাদেরকে কি দেবে একবার চিন্তা করে দেখুন। শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু আমাদের যে স্বাধীন দেশ উপহার দিয়েছেন, সে দেশের শতভাগ মানুষের ভাষা এক, খাদ্য এক, সংস্কৃতি এক, এমনকি চেহারার আকৃতিও এক যা বিশ্বের বহু দেশেই নেই। সুতরাং জাতি হিসাবে আমরা এগিয়ে যাবই। হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ঃ সোলায়মান খানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রুখসানা কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, আল ইহসান সোস্যাল ডেভলপমেন্টের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন খাঁন, রফিক মাষ্টার প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment