সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাশেদ রেজা তরুণ, সাতক্ষীরা :- সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলায় আসাদুর রহমান (৩৫) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নূর নগর বাজারের পার্শবর্তী ঘোষপাড়া বিল এলাকায় হত্যার ঘটনাটি ঘটেছে। নিহত আসাদুর রহমান কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাস্থানীয়রা জানান, শ্যামনগরের নূর নগর ঘোষপাড়া বিল এলাকায় আসাদুর রহমানের একটি মৎস্য ঘের রয়েছে। রাত সাড়ে আটটার দিকে সাইকেলে করে ঘেরে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলায়,বুকে ও পায়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। আসাদুরের চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী বলেন খবর পেয়ে অামি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।পরবর্তীতে অাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment