লটাখোলা এলবিটি ব্যাডমেন্টন টুনামেন্টে চূড়ান্ত বিজয়ী হন মেঘনা

লটাখোলা এলবিটি ব্যাডমেন্টন টুনামেন্টে চূড়ান্ত বিজয়ী হন মেঘনা

দোহার(ঢাকা)প্রতিনিধি:-
ঢাকা দোহার উপজেলা রাউপাড়া ইউনিয়ন মধ্য লটাখোলা বেঁলতলা ইউনিট গ্রুপ আয়োজিত এলবিটি ব্যাডমেন্ট টুনামেন্ট ২০১৭ইং চূড়ান্ত জিয়ী অর্জন করেন মেঘনা ট্রিম ।৮ দলের টুনামেন্টে খেলা অনুষ্টিত হয় । বিজয়ীতা হন পদ্মা ট্রিম । বিজয়ী দল ২ টি এন্ড্রয়েড মোবাউল ফোন পুরষ্কৃত হয় ্ বিজয়ীতা ২ টি রেকেট ব্যাট পান । এবং মেনঅবদি মেস পান বিজয়ী দলের মো: রানা । তিনি প্রথম সাপে একটানা ১১ পয়েন্ট পান।্গত শুক্রবার সন্ধ্যায় এই চূড়ান্ত খেলাটি অনুষ্টিত হয় ।
 লটাখোলা এলবিটি ব্যাডমেন্টন টুনামেন্টে চূড়ান্ত বিজয়ী হন মেঘনাএসময় লুৎফর রহমানের সবাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জিএস জয়পাড়া ডিগ্রী কলেজ ও দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন,অনুষ্ঠানের উদ্ধভোদক ছিলেন তরুন উদিয়মান সমাজ সেবক সাদ্দাম বেপারি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান,সহ-সভাপতি মো: শাজাহান, দোহার থানার তদন্ত অফিসার মো: ইয়াসিন মুন্সী,পৌর ১নং কাউন্সিলর বদরুল ইসলাম,সমাজ সেবক মো:মামুন কবির, দোহার পৌর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো:সেন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন,এশিয়া বার্তা ষ্টাফ রির্পোটার তানজিম ইসলাম, রিপন, আমজাদ (মাষ্টার) শুনামদ্দিন, সাহের, সালাউদ্দিন সহ প্রমুখ ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment