সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী পরিবারের মা ও দুই ছেলে নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী পরিবারের মা ও দুই ছেলে নিহত

Brand Bazaar

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী পরিবারের মা ও দুই ছেলে নিহত হয়েছে। ইতালিতে বসবাসকারী ওই পরিবারটি মক্কায় ওমরাহ পালন করতে গিয়েছিল। গত বৃহস্পতিবার এ দুর্ঘটনায় ঘটে।   নিহতরা হলেন মা তানিয়া হোসেন (৩০) এবং তার দুই ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)। এতে তানিায়ার স্বামী কামরুল ইসলাম ওরফে নিলয়ও গুরুতর আহত হন।

জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, তারা ওমরাহ করতে ইতালি থেকে গত শনিবার সৌদি আরব এসেছিলেন। জানা গেছে, ওমরাহ পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা যাচ্ছিলেন নিলয়। পথে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় জুয়েল নামে নিলয়ের এক স্বজন ওই গাড়ি চালাচ্ছিলেন। তিনিও আহত হয়েছেন। নিলয় ও জুয়েলকে কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিলয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে সৌদি প্রবাসী আলাউদ্দিন নামের এক ব্যক্তি জানিয়েছেন, নিহতদের মরদেহ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিলয় ও তানিয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেফ পাড়ায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment