দোহারে ২০১৮ শিক্ষাবর্ষের বই উৎসব অনুষ্ঠিত

দোহারে ২০১৮ শিক্ষাবর্ষের বই উৎসব অনুষ্ঠিত

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি(ঢাকা):
২০১৮ সালের প্রথমদিনে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার এ্যাডভোকেট আব্দুল মান্নান খান,ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক মাহবুবুর রহমান,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনসহ দলীয় নেতা কর্মি নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ২০১৮ সালের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই তুলে দেন।
    দোহারে ২০১৮ শিক্ষাবর্ষের বই উৎসব অনুষ্ঠিতগতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বই বিতরন উৎসবের ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার এ্যাডভোকেট আব্দুল মান্নান খান,ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক মাহবুবুর রহমান,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন শিক্ষার্থীদের মাঝে নতুন বই উপহার হিসাবে বিতরন করেন।উপজেলার নারিশা ইউনিয়নের ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনকালে প্রধান অতিথির বক্ত্যবে মাহবুবুর রহমান বলেন আজ সারাদেশে প্রায় সাড়ে ৩৫ কোটি পাঠ্যপুস্তক বিতরন করা হবে।বর্তমান আওয়ামীলীগ সরকার এই বিতরনের কার্যক্রম শুরু করেন ২০১০ সাল থেকে।শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় দেশের সকলকে এগিয়ে আসতে হবে।দোহার ও নবাবগজ্ঞের কোন বিদ্যালয়ের অবস্থা জরাজীর্ন থাকবে না এবং কোন শিক্ষার্থী না খেয়ে থাকবে না।পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ের কাঠামো উন্নত করা হবে।এ সময়ে কবুতর,বেলুন,ফেষ্টুন উড়িয়ে বই উৎসবের উদ্ধোধন করা হয়।জাতীয় স্গংীত পরিবেশনের মধ্য দিয়ে বই উৎসব শেষ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা কেএম আল-আমিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরূল ইসলাম বাবুল,সাধারন-সম্পাদক আলী আহসান খোকন,যুগ্ন-সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আল-মামুন,সাংগঠনিক সম্পাদক মো.আওলাদ হোসেন,নারিশা ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাহু,সাধারন-সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাহান মোল্লা,নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী,মো.বখতিয়ার হোসেন লেবু খান,দোহার প্রেস ক্লাবের সাধারন-সম্পাদক ও ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান টিপু,প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী,মো.শাহিন আহমেদ প্রমুখ।
এছাড়াও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার এ্যাডভোকেট আব্দুল মান্নান খান শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment