জগন্নাথপুরে নদী ভাঙনের কবলে মাজারসহ গ্রামীন রাস্তাঃ স্লুইচ গেইট নির্মাণের দাবি

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর( সুনামগঞ্জ)প্রতিনিধি #
জগন্নাথপুরে নদী ভাঙনের কবলে পড়েছে একটি মাজারসহ গ্রামীন রাস্তা। নদী ভাঙন থেকে রক্ষা পেতে স্লুইচ গেইট নির্মাণের দাবি এলাকাবাসীর। সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি মোকামের ঢালা নামক নদীর ভাঙন বেড়েই চলেছে। ইতোমধ্যে নদী ভাঙনের কবলে পড়ে একটি মাটির গ্রামীন রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে একটি মাজার সহ স্থানীয় জনবসতি। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনট পর্যবেক্ষণে দেখা যায়, নদীর পাড়ে থাকা একটি গ্রামীন রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
হুমকির মুখে রয়েছে হযরত শাহজালাল (র.) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ হাফেজ ফছিহ্ (র.) এর মাজার শরীফ। ইতোমধ্যে মাজারের সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে গেছে। এ সময় মাজার পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান মুরাদ, সাধারণ সম্পাদক মইনুল হাসান মইন আশার কান্দী ইউপি মেম্বার, আশরাফুল ইসলাম সেলিম, মাজারের খাদেম কবিরুল হাসান নানু সহ এলাকাবাসী জানান, প্রতি বছর উক্ত মোকামের ঢালার মুখে মৌসুমি হাওর রক্ষা বেড়িবাধের কারণে দিনদিন নদী ভাঙনের তীব্রতা বাড়ছে। নদী ভাঙনে রাস্তা বিলীন হওয়ায় জন ভোগান্তি বেড়েছে। সেই সাথে মাজার সহ জনবসতি হুমকির মুখে রয়েছে। এছাড়াও মোকামের ঢালা দিয়ে পানি ঢুকে নলুয়ার হাওর সহ অন্যন্য হাওর তলিয়ে যায়। তারা বলেন, নদী ভাঙন থেকে রক্ষা পেতে হলে মোকামের ঢালার মুথে একটি স্লুইচ গেইট নির্মাণ একান্ত প্রয়োজন । তা হলে অত্র অঞ্চলের মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নিরাপদ হবে হাওর। তা না হলে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে স্থানীয়রা সর্বহারা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মোকামের ঢালা নামক নদীর মুখে জরুরী ভিত্তিতে একটি স্লুইচ গেইট নির্মাণ ও বিলীন হয়ে যাওয়া রাস্তাটি আবার নির্মাণ করতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment