বান্দরবানে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বশির আহমেদ,বান্দরবান : বান্দরবানে শিক্ষা, শান্তি ও প্রগতি’র পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ৪জানুয়ারির প্রথম প্রহরে জাতির জনকের ভাষ্কার্য্যে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। সকালে আনন্দ র‌্যালী, কেক কাটা ও বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের এ ভাতৃপ্রতীম সংগঠনটি। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এম.পি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ছাত্রলীগের ইতিহাস গৌরবের এবং অহংকারের। ছাত্রলীগের নেতা-কর্মীর ত্যাগের মাধ্যমে যেমন দেশ স্বাধীন হয়েছিল তেমনি তাদের হাত ধরে
বাস্তবায়ন হবে রুপকল্প ২০৪১। জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, একেএম জাহাংগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেযর মো. ইসলাম বেবী, যুগ্মসাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া, তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী, সুজন চৌধুরী সঞ্জয় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment