ছাত্রলীগের প্রতিষ্ঠা বর্ষিকীতে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি (মিঠু মালিথা)’র ব্যতিক্রমী উদ্যোগ

ছাত্রলীগের প্রতিষ্ঠা বর্ষিকীতে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি (মিঠু মালিথা)'র ব্যতিক্রমী উদ্যোগ

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সংগ্রামী সভাপতি জনাব মোঃ আনিচুর রহমান (মিঠু মালিথা)’র প্রচেষ্টায় তার নিজ গ্রাম কালীগঞ্জ উপজেলাধীন ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের তারই হাতে গড়া স্বপ্নের সেই ‘নরেন্দ্রপুর স্বাক্ষর লাইব্রেরী’তে দিনব্যাপী ফ্রি চিকিৎসা প্রদান করছেন ডাঃ আব্দুস ছাত্তার ও ডাঃ সুলতান। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি (মিঠু মালিথা) ‘দৈনিক আগামীর সময়’কে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ ঠা জানুয়ারী নিজ হাতে শুভ সূচনা করেন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের একটি ছাত্রসংগঠন। আর আমার জৈবনের স্বপ্ন,কৈশরের দুরন্ত প্রেম হলো এই ছাত্রলীগ।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বর্ষিকীতে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি (মিঠু মালিথা)'র ব্যতিক্রমী উদ্যোগতিনি বলেন স্বাধীনতার মহান স্থপতি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাদার অফ হিউম্যানিটি,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব ও প্রেরনার ৭০ বছরে আজ এই এশিয়ার বৃহত্তর আমার প্রাণের এই ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এম,পি মহোদয়ের হাতে গড়া মুজিব আদর্শের তেজদীপ্ত সৈনিক,কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সংগ্রামী সভাপতি জনাব মোঃ আনিচুর রহমান (মিঠু মালিথা) ‘আগামীর সময়’কে বলেন বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্ম সহ সকলের মাঝে নতুনরুপে উজ্জিবিত করতেই আমার এই ব্যতিক্রমী উদ্যোগ। বঙ্গবন্ধুর আদর্শকে এভাবেই বুকে লালন করে শিক্ষার মশাল জ্বেলে,শান্তির পতাকা উড়িয়ে,জয় বাংলার স্লোগানে এভাবেই এগিয়ে যাব প্রগতির পথে। স্থানীয়সূত্রে জানা যায়, ৪ঠা জানুয়ারী দিনব্যাপী এলাকার সর্বস্তরের মানুষই প্রায় ফ্রি চিকিৎসার এ সুবিধা গ্রহন করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment