বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়তে ছাত্রলীগ নেতা কর্মীদের সচেষ্ট থাকতে হবে

আসাদ গাজী শরীয়তপুর প্রতিনিধিঃ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলাদেশ গড়তে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সচেষ্ট থাকতে হবে। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত একটি সুন্দর দেশ গড়তে ছাত্রসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে ছাত্রলীগ আজ দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। দেশ রক্ষায় সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে সাহসিকতাপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়তে ছাত্রলীগ নেতা কর্মীদের সচেষ্ট থাকতে হবে বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) সন্ধা সাতটায় নড়িয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নড়িয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুরাদ হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব হাসান আলী, সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন।
নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফরুজ্জামান মিতুলের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মল্লিক, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, দফতর সম্পাদক মাষ্টার শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজী মনির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার আকন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এইচএম আতিক ইকবাল রবিন, কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলিম শিকারী, ভোজেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ চৌকিদার প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment