মুন্সীগঞ্জের লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেলের কম্বল বিতরণ।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেলের কম্বল বিতরণ।

 

Brand Bazaar

মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)ঃ

বাংলাদেশের সবর্চ্চো আইন কর্মকর্তা অ্যার্টনি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম মুন্সীগঞ্জের লৌহজংয়ে তার নিজ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। শুক্রবার কুমারভোগ ও কনকসার ইউনিয়নের প্রায় ৫’শত দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে এ কম্বল বিতরণ করেন তিনি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেলের কম্বল বিতরণ।

দুস্ত মানুষের মাঝে কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ) মো. আবুল বাসার, লৌহজং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল আলম ফুকু বেপারী, আওয়ামীলীগের সমাজ-কল্যান বিষয়ক সম্পাদক ওয়াদুদ খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান রুচি, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস মোল্লা, সাধারন সম্পাদক বাবুল মুন্সী, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমারভোগ আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোপাল চন্দ্র পাল, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস তালুকদার, কনকসার ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাসিম আলম কাজল প্রমূখ। অ্যাটর্নি জেনারেল বলেন, সমাজের বৃত্তবানদের উচিৎ এই শীতে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। একটি ইউনিয়নের অনেক সুস্থ্য লোক থাকে, আমার একার পক্ষে সকলকে সহযোগিতা করা সম্ভব নয়। আমি আমার সাধ্য মত সাহায্য করছি। পাশাপাশি সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে দেশের প্রতিটি এলাকায় আর দুরিদ্রদের শীতে কষ্ট করতে হবেনা। শুধু শীতেই নয়। বৃত্তবানদের সব সময় দরিদ্রদের পাশে দাড়ানো উচিৎ। তাদের সুখ-দুঃখের সাথী হলে সমাজে আর কেউ কষ্টে থাকবেনা। তাই আমাদের উচিৎ তাদের সুখ দুঃখে পাশে থাকা।

 

Brand Bazaar

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment