গাইবান্ধায় দারিয়াপুরে গরুর মাংসের দাম কমেছে

নুর মোঃ খালেকুজ্জামান,গাইবান্ধা।।
পছন্দের মাংসের তালিকায় কম বেশি সবারই পছন্দ গরুর মাংস। কিন্তু গরুর মাংসের দাম যে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বহু আগে থেকে। এমন সময়ে এলো সুখবর। গোখাদ্যের মূল্য বৃদ্ধি ও পোয়াল (খর)-এর চরম অভাব দেখা দেয়ায় গাইবান্ধা সদরে গরুর বাজারমূল্যে ধস

নেমেছে। ফলে উপজেলার দারিয়াপুর হাটে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে মাত্র ৩৫০ টাকায়। অথচ এক মাস আগেও প্রতি কেজি গরুর মাংস বিক্রি হতো ৪৮০ থেকে ৪৯০ টাকা। মজার ব্যাপার, গাইবান্ধা উপজেলার প্রায় সর্বত্রই এখন গরুর মাংস বিক্রির জন্য দিনভর মাইকিং করা হচ্ছে। হঠাৎ করে গরুর দাম কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান গরু খামারি দারিয়াপুরের আয়নাল মিয়া। তিনি জানান, যে গরুটির মূল্য গত দুই মাস আগেও ৭০ হাজার টাকা ছিল, সেটির এখনকার বাজারমূল্য ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। আর সে কারণেই গরুর মাংসের দাম কমে গেছে। কারণ হিসেবে তিনি জানান, গত বন্যায় উপজেলার পোয়াল (খর) চরম সংকট দেখা দেয়। তাছাড়া হঠাৎ করে গরুর ফিড জাতীয় খাবারের মূল্য বূদ্ধি হওয়ায় গরু খামারিরা তাদের গরু বিক্রি করে দিচ্ছেন। এতে অনেকটা লচের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে খামারিরা জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment