চুলের আগা ফাটা রোধ করে যে হেয়ার প্যাক

আগা ফেটে রুক্ষ হয়ে যাওয়া চুল ঝরে পড়ে দ্রুত। চুলের আগা কেটে এই সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি মিললেও কিছুদিন পর আবারও ফাটতে শুরু করে আগা। চুলের আগা ফাটা রোধ করতে একটি ভেষজ হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। রিঠা, শিকাকাই পাউডারসহ আরও কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে তৈরি হেয়ার প্যাক ব্যবহারে চুলের আগা ফাটা বন্ধ হওয়ার পাশাপাশি চুলে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

যেভাবে হেয়ার প্যাক বানাবেন

  • একটি পাত্রে ১ চা চামচ আমলকীর পাউডার নিন।
  • ৩ চা চামচ নারকেলের দুধ মেশান।
  • ১ চা চামচ রিঠা পাউডার দিন।
  • ১ চা চামচ শিকাকাই পাউডার দিয়ে নেড়ে নিন।
  • ১ চা চামচ দুধ মিশিয়ে নিন।

যেভাবে ব্যবহার করবেন

  • আঙুলের সাহায্যে চুলে লাগান হেয়ার প্যাক।
  • পুরো চুলে লাগানো শেষ হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
  • ৪০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন।
  • সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এটি।

মনে রাখবেন

  • হেয়ার প্যাকটি ব্যবহারের সঙ্গে সঙ্গে সূর্যের তাপে যাবেন না। অন্তত কয়েক ঘণ্টা পর তারপর রোদ লাগান চুলে।
  • চুলের আগা ফাটা রোধ করতে হেয়ার ড্রায়ার অথবা স্ট্রেইটনার মেশিন কম ব্যবহার করার চেষ্টা করবেন।
  • চুলে রং করলেও আগা ফেটে যায়। তাই হেয়ার কালার ব্যবহার না করাই ভালো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment