সন্দ্বীপে অস্ত্র, গুলি, ইয়াবাসহ গ্রেফতার ২

সন্দ্বীপে অস্ত্র, গুলি, ইয়াবাসহ গ্রেফতার ২

নোমান মাহমুদঃ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দেশীয় তৈরী ৬টি পাইপগান, ১টি দেশীয় এলজি, ২ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীরের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, সহঃ উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আলী আকবর, মোঃ জাহিদ হোসেন সহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার বাউড়িয়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ রুবেল (২৫) ও মোঃ আরিফ মইনুদ্দিন রাসেল নামে এই দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
সন্দ্বীপে অস্ত্র, গুলি, ইয়াবাসহ গ্রেফতার ২পরে আটক মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্য মোতাবেক বাউড়িয়া ৪ নং ওয়ার্ডস্থ শফি সুকানীর বাড়ির উত্তর পাশের ঝোপের মধ্যে একটি কালো রঙের ব্যাগের মধ্য থেকে এসকল দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আটক রুবেল উপজেলার বাউড়িয়া ৪ নং ওয়ার্ডের সোহরাব হোসেনের ছেলে, অপরজন পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মৃত মোজাহারুল ইসলামের ছেলে। ধারনা করা হচ্ছে আটক মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরী করে বিভিন্ন অপরাধী চক্রের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিলো। এবিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর বলেন, ”আমরা এলাকায় মাদক বিক্রয় করা হচ্ছে এমন তথ্য পেয়ে প্রথমে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাদের আটক করি। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে জানতে পারলে তাদের দেওয়া তথ্য মোতাবেক একটি ঝোপের মধ্যে তল্লাশী করে কালো অফিসিয়াল ব্যাগে রাখা অবস্থায় এসকল অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে”।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment