সিলেটে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

সিলেট নগরীর টিলাগড়ে আবারও ঝরলো ছাত্রলীগ কর্মীর প্রাণ।
রবিবার রাত পৌনে নয়টার দিকে রাজমহলের সামনে  প্রতিপক্ষের হামলার শিকার হয়ে তানিম খান নামের ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন।
গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছাত্রলীগ কর্মী তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী।

জানা গেছে, রবিবার রাত পৌনে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে দাড়িয়ে ছিলেন তানিম। এসময় প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীরা তার উপর অতর্কিত  হামলা শেষে পালিয়ে যায়। পরে সেখান থেকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহত তানিম খানের গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামে। তার বাবার নাম ইসরাইল খান। সে টিলাগড়ে একটি মেসে থাকত।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment