দেশের প্রথম প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রতিযোগিতা জাবিতে

জাবিপ্রতিনিধি: ‘চ্যালেঞ্জ ইউর লিমিটস’ স্লোগানে তরুণ উদ্ভাবকদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সোমবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৩২টি বিশ্ববিদ্যালয়ের ১১২টি টিমের মধ্যে নির্বাচিত ৬টি দল অংশগ্রহণ করছে। রবিবার (৭ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংগঠন ‘ফোরাম অব অন্ট্রোপ্রিনিয়রনশিপ এন্ড বিজনেস (এফইবি-জেইউ)’র সাবেক সভাপতি সাদমান সবুজ সৌরভ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরাই দেশে প্রথম নিত্য প্রয়োজনীয় দ্রব্য আবিষ্কার বিষয়ক

প্রতিযোগিতার আয়োজন করেছি। যেগুলো বাংলাদেশের বাজারে প্রথম আসছে।’ প্রতিযোগিতায় সভাপতির দায়িত্ব পালন করবেন বিজনেস স্ট্যাডিস অনুষদের ডিন সহযোগী অধ্যাপক নিলাঞ্জন কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জায়েদ খান, অতিথি হিসেবে সুপারসাইন কেবলস’র ম্যানেজিং ডাইরেক্টর বিপ্লব চান দুগার ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনাল হক উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে এফইবি-জেইউ’র সাবেক সভাপতি আবু সায়েম রিমন, কোষাধ্যক্ষ নাওরিন মাহমুদ, কার্যকরী সদস্য মো. রাগীব হাসান, তানভীরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রতিযোগিতায় ১ম বিজয়ী দলকে ১ লক্ষ টাকা, ২য় টিমকে ৭৫ হাজার ও ৩য় টিমকে ৫০ হাজার টাকা নগদ প্রদান করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment