ঝিনাইদহে ৭ কেজি ৭’শ গ্রাম রূপাসহ ৩ জন আটক

ঝিনাইদহে ৭ কেজি ৭’শ গ্রাম রূপাসহ ৩ জন আটক

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
ঝিনাইদহে পাচারের সময় ৭ কেজি ৭’শ গ্রাম রূপাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার দুপুরে শহরের কেসি কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেট কার। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার কেদারগঞ্জ বাসস্ট্যান্ড পাড়ার ইমরান আহমেদ, দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার উৎসব আলী।
ঝিনাইদহে ৭ কেজি ৭’শ গ্রাম রূপাসহ ৩ জন আটকঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের কেসি কলেজের সামনে চেকপোষ্ট বসায় তারা। এ সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে ফরিদপুর গামী একটি প্রাইভেট কারে তল্লাসী করে ৭ কেজি ৭’শ গ্রাম রূপা জব্দ করে। আটক করা হয় ৩ জনকে। জব্দকৃত রূপা ভারত থেকে অবৈধপথে এনে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে র‌্যাব।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment