লৌহজংয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

লৌহজংয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

 

Brand Bazaar

মোঃ মানিক মিয়া, মুন্সীগঞ্জ॥

মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপ্তি হয়েছে শনিবার। এর পূর্বে গত বৃহস্পতিবার সকাল ১১টায় বর্তমান সরকারের অর্জনের সাফল্য নিয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ শুরু হয়। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় লৌহজংয়েও উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন।

লৌহজংয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে ৩১টি স্টল বিশিষ্ট উন্নয়ন মেলার প্রথম দিনই যেন জাঁকজমকভাবে বিভিন্ন স্কুল কলেজ সহ সকল ধরনের মানুষে ভবে উঠে। উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ এ স্লোগানই ছিলো মূল প্রতিপাদ্য বিষয়। শনিবার বিকেলে লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মো. মনির হোসেনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার। আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন বেপারী, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান, লৌহজং সরকারী কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার স্বর্ণা, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কৃষি অফিসার রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবতা কর্মকর্তা সাজেদা সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার এম এ কাদের মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলীমা খাতুন, কনকসার আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আহম্মেদ পিন্টু প্রমূখ। সেরা স্টল হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এরা হচ্ছে প্রথম স্থান অধিকার করেন প্রাথমিক শিক্ষা অফিস, দ্বিতীয় স্থান অধিকার করেন ভূমি অফিসও তৃতীয় স্থান অধিকার করেন মহিলা ও শিশু অফিস। এছাড়া বাকি স্টল গুলোকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরনের পর্বে অতিথি ও কর্মকর্তাবৃন্দ মেলার স্টল ঘুরে দেখে সন্তোশ প্রকাশ করেন। এছাড়া তিন দিনের এ আয়োজনে সন্ধ্যার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এছাড়া শ্রীনগর, টঙ্গীবাড়ি, সিরাজদিখা গজারিয়া, মুন্সীগঞ্জ সদর ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুরূপ কর্মসূচিরও সমাপ্ত করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment