জগন্নাথপুরে মেলার নামে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সভা

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
জগন্নাথপুরে মেলার নামে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী ও সচেতন যুব সমাজ। জানাযায়, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের উত্তরের মাঠে স্থানীয় একটি কুচক্রী মহল মেলার নামে অসামাজিক কার্যকলাপের আয়োজন করছে, এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও সচেতন যুব সমাজের মধ্যে মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মেলা না হওয়ার প্রতিবাদে স্থানীয় সাদিপুর গ্রামবাসীর উদ্যোগে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে সাদিপুর গ্রাম নিবাসী বশীর মিয়ার বাড়ীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এলাকার শালিসি ব্যাক্তি আলহাজ্ব মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে ও কলকলিয়া ইউপি সদস্য আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, আতিক মিয়া, আবদুর রহিম, আবদুল হান্নান, আবদুল তাহিদ, মনির উদ্দিন, সজ্জাদ মিয়া, রঙ্গুম মিয়া, আনিসুর রহমান তুতি, খোকন মিয়া প্রমুখ। এদিকে মেলার নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকার সচেতন যুব সমাজের পক্ষে জগন্নাথপুর উপজেলা শাখার মানবাধিকার কর্মী এস এ ফয়সল তরুন কলম সৈনিক মোঃ শাহজাহান মাহমুদ, সুমন,তামীম সহ আরো অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ভাবে প্রচার-প্রচারনা সহ এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment