নাসিরনগর ধরমন্ডলে ডাকাতের হাতে গুলিবিদ্ধ যুবক

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধিঃ- ,
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে ডাকাতের হাতে মো. রনি (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাত তিন ঘটিকার সময় উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে গুলিবিদ্ধ ওই যুবক ধরমন্ডল গ্রামের হানিফ মিয়ার ছেলে।গুলিবিদ্ধ রনির চাচি নারগিছ আক্তার জানান, রাতে ২০/২৫ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল সিঙ্গাপুর প্রবাসী কালই মিয়ার ছেলে শাহীনের বাড়িতে
ডাকাতির চেষ্টা চালায়। শাহীনের বাবার চিৎকারে আশপাশের লোকজন ঘুম থেকে উঠে ডাকাত দলকে চারদিকে ঘিরে ফেলার চেষ্টা করে। এ সময় ডাকাত দলের বন্দুকের গুলিতে রনি মিয়া গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাহার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment