মনোনয়ন দেয়ায় দলের প্রতি তাবিথ আউয়ালের কৃতজ্ঞতা

মনোনয়ন দেয়ায় দলের প্রতি তাবিথ আউয়ালের কৃতজ্ঞতা

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়ালকে ধানের শীষ মার্কার প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মনোনয়ন বোর্ডের সভা শেষে এ সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে গণমাধ্যমের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোনয়ন দেয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান তাবিথ আউয়াল।

তিনি বলেন, ‘আস সত্যিকার অর্থে বাংলাদেশের সমস্ত তরুণের বিজয় হলো। এমন একটা বৃহৎ দল তরুণদের প্রতিনিধি হিসেবে আমার ওপর আস্থা এবং বিশ্বাস রেখেছে। এটা সত্যিই আমাকের অনুপ্রাণিত করলো। এখনও আমি আমার বক্তব্য সীমিত করছি কারণ নির্বাচন হবে কিনা তেমনও একটা ব্যাপার আছে।’

মনোনয়ন বোর্ডের সামনে ইন্টার্ভিউয়ের মুখোমুখি হতে সোমবার রাত ৮টার পর থেকেই বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা। রাত পৌনে ১০টার দিকে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হয় প্রার্থীদের ইন্টারভিউ। প্রায় ঘণ্টাখানেক ইন্টারভিউ শেষে বোর্ড সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন বেগম জিয়া। রাত সোয়া ১১টার দিকে সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment