জানাযার নামাজ পড়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন সাংসদ (আনার)

জানাযার নামাজ পড়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন সাংসদ (আনার)

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
জানাযার নামাজ পড়ে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী- শেখ হাসিনার আস্থাভাজন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এম,পি মহোদয়। ২০০৮ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর হতে যেখানেই মানুষ মারা যায় সেখানেই তিনি হাজির হন জানাযার নামাজে। আবার ২০১৪ সালে সংসদ নির্বাচনে জয়লাভ করার পরও জানাযার নামাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন সাংসদ আনার। শুধু নির্বাচনী এলাকায়ই নয় পার্শ্ববর্তী জেলাতে কোন মানুষ মারা গেলেও তিনি জানাযার নামাজে হাজির হন। দলমত,জাতি-ধর্ম নির্বিশেষে শোকাহত পরিবারের পাশে সান্তনা দিতে তিনিই ছুটে যান। বর্তমান অবধি প্রায় ৭০০০ মানুষের জানাযার নামাজে অংশ গ্রহন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এম,পি।
জানাযার নামাজ পড়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন সাংসদ (আনার)কখনও খেলোয়াড় হয়ে মাঠে ফুটবল কিম্বা ক্রিকেটার খেলোয়াড়, আবার হাডুডুতেও পারদর্শী তিনি। শুধু তাই নয় নির্বাচনী যে এলাকায় তিনি যান,সেখানেই বঙ্গকন্যা দেশরত্ন- শেখ হাসিনার সুস্থায়ু ও দীর্ঘায়ু কামনা করেন এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌছে দেন। ঝিনাইদহ-৪ নির্বাচনী বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বললে তারা ‘দৈনিক আগামীর সময়’কে বলেন শুধু জানাযার নামাজ ই নয়, এলাকার উন্নয়ন সহ সুঃখে-দুঃখে,গরীব-দুঃখী অসহায় মানুষের সব সময়ই খোজ খবর নেন সাংসদ (আনার)।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment