বাউফলে গ্যাস সিলিন্ডারের আগুনে তিনটি বসত ঘর ভস্মিভূত, দগ্ধ-৩

বাউফলে গ্যাস সিলিন্ডারের আগুনে তিনটি বসত ঘর ভস্মিভূত, দগ্ধ-৩

কামরুল হাসান, বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে তিনটি বসত ঘর ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে। এর মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক। বুধবার রাতে কেশবপুর ইউনিয়নের কেশবপুর বাজারের কাছে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সুলতান মৃধার ঘরে একটি গ্যাস ভর্তি সিলিন্ডার চেক করার সময় ল্যাম (কুপি) থেকে আগুন লাগে এবং তা মুহূর্তের মধ্যে আশপাশের ছড়িয়ে পরে।
বাউফলে গ্যাস সিলিন্ডারের আগুনে  তিনটি বসত ঘর ভস্মিভূত, দগ্ধ-৩স্থানীয়রা প্রচেষ্টা চালিয়ে রাত সারে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে সুলতান মৃধা, বারেক মৃধা ও খলিল মৃধা তিনটি টিনসেট দোতালা ঘর ভস্মিভূত হয়ে যায়। এসময় আগুনে সুলতান মৃধা, তার স্ত্রী জয়নব বিবি ও খলিল প্যাদা আহত হন। এর মধ্যে সুলতান মৃধার অবস্থা আশংকা জনক। আগুনে তার মুখমন্ডলসহ শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ওই রাতেই ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু সমবেদনা জানাতে ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থদের মধ্যে কম্বল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment