শতভাগ পূরণ করেছি মাত্র ২ বছরে

শতভাগ পূরণ করেছি মাত্র ২ বছরে

রামেন্দ্র কিশোর মিত্র শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :-
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পৌর নাগরিকদের জন্য কি কি করেছেন এ বিষয়ে আগামীর সময়কে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র মোঃ ছালেক মিয়া বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতির শতভাগ পূরণ করেছি মাত্র দুই বছরের মাথায়। শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর, পৌরসভাকে আধুনিকায়ন, যানজট নিরসন, পৌর এলাকায় শিক্ষার হার বৃদ্ধির জন্য শিক্ষাখাতে বিশেষ পদক্ষেপ নিয়েছি।তিনি বলেন- আমার সম্মানির টাকা গরিব, অসহায়, মেধাবী প্রায় পাঁচশতাধীক ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেছি। আমার এলাকার প্রধান সমস্যা চিকিৎসা ব্যবস্থার জন্য কোন হাসপাতাল নেই।
শতভাগ পূরণ করেছি মাত্র ২ বছরেহাসপাতাল নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেবকে এনে হাসপাতাল নির্মানে প্রস্তুতি আদায় করেছি। মন্ত্রী মহোদয় ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।মেয়র বলেন- নির্বাচিত হওয়ার দুই বছরের মাথায় শহরের প্রধান সড়কে প্রসস্থকরণ, ড্রেন, স্ট্রিট লাইট, রোড ডিভাইডার, গোলচত্বর নির্মাণ বাবদ ইতিমধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ৪২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। জলবায়ূ ফান্ডের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার জন্য ৪ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে শেষ করেছি। নগর উন্নয়ন থেকে দেড় কোটি টাকা এমজিএসপি এক কোটি টাকা ও এডিপি দুই কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করেছি। এছাড়াও পাইপ লাইনে পানি সরবরাহের জন্য ৫০ কোটি টাকা শহরের দুইটি বাইপাস সড়ক নির্মাণের জন্য ২৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন পেয়েছি।তিনি বলেন- পুরান বাজারে খোয়াই নদীর তীরে শিশু পার্ক ও ওয়াকওয়ে নির্মানের জন্য মন্ত্রনালয়ে পাঠিয়েছি।পৌর ভবন নির্মাণ না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, পৌর ভবনের জন্য জায়গা অধিগ্রহনের কাজ হাতে নিয়েছি । খুব শীঘ্রই পৌর ভবন নির্মান করতে পারবে।হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জ পৌরসভায় প্রায় ৩০ কিলোমিটার বিদ্যুতায়ন করা হয়েছে।তিনি বলেন, এ পর্যন্ত দূর্নীতি বা লুটপাটের কোন অভিযোগ আমার বিরুদ্ধে নাই। আমি নির্বাচিত হবার এক বছরের মাথায় জনতার মুখোমুখি অনুষ্ঠান করেছি। সরাসরি জনগণের প্রশ্নের জবাব দিয়েছি। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।মেয়র বলেন- জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে শায়েস্তাগঞ্জকে আরো উন্নত, শিক্ষিত, সমৃদ্ধিশালী এবং শিল্পাঞ্চল গড়ে তুলতে কাজ করব।তিনি বলেন- আমি প্রথমে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য হওয়ার মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করি। পরবর্তীতে যুবলীগের প্রচার সম্পাদক, সদর উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক, সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক, জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক ও সর্বশেষ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি পদে গোপন ভোটে নির্বাচিত হই।ছালেক মিয়া বলেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা পেলে বাকী তিন বছরে পৌরসভার চেহারা পাল্টে দিতে পারব বলে আমার বিশ্বাস। শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ও উবাহাটা ইউনিয়নের একাংশকে নিয়ে ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভা গঠিত হয় । ৬.৫০ বর্গ কিলোমিটার এলাকায় ৩০ হাজার জনগনের মধ্যে ১৬ হাজার ভোটার রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment