সেলফি তুলতে গিয়ে মুখভঙ্গী করেন কেন সুন্দরীরা

সেলফি তুলতে গিয়ে মুখভঙ্গী করেন কেন সুন্দরীরা

ফেসবুক জুড়ে এই কাণ্ড। ইনস্টাগ্রামে বাঙালির প্রবেশ সীমিত, তাই সেখানে এতটা নয়। কিন্তু বাঙালির প্রিয় ‘গড়ের মাঠ’ ফেসবুকে সেলফির মেলায় এই ‘ছুঁচোমুখ’ দেখে হেঁচকি ওঠার জোগাড়। কিন্তু, কেন যে কেউ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, সেটাই আশ্চর্য বিষয়!

সেলফি তুলতে গিয়ে মুখভঙ্গী করেন কেন সুন্দরীরা

এই বিশেষ মুখভঙ্গিটির কেতাবি নাম ‘পাউট’(Pout)। ইন্টারনেটে লব্ধ মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি জানাচ্ছে, এর অর্থ— ‘to show displeasure by thrusting out the lips’। কিন্তু সেলফি তুলতে গেলে কেন এমন মুখভঙ্গি করতে হচ্ছে মেয়েদের, সেটা ভাবার বিষয়। কী এমন ডিসপ্লেজার বা অসন্তোষের কাণ্ড ঘটল যে, ‘নিজস্বী’ তুলতে গেলেই এই ছুঁচোমুখ?

কেবল সুন্দরীরা নন, দেখা যাচ্ছে বেশ কিছু পুরুষও ইদানীং ছুঁচোমুখে পাউট করে সেলফি তুলে আপলোড করে ধামাকা মচাচ্ছেন। ঠোঁটকে সূচালো করে এই বিশেষ মুখভঙ্গী কি সামাজিক বিদ্রোহ, তার গভীরে কি থেকে সমাজ, সংসার ইত্যাদি প্রতিষ্ঠানকে ভেংচি? নাকি এর কোনওটাই নয়! জনৈকা অল্পবয়সিনী জানালেন, এটা ট্রেন্ড। কিন্তু ট্রেন্ডেরও তো একটা মাথাছাতা থাকে। কী এর রহস্য?

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment