দোহারে মিজান হত্যা মামলায় ৩ অাসামী গ্রেফতার : অাদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দোহারে মিজান হত্যা মামলায় ৩ অাসামী গ্রেফতার : অাদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Sony Rangs - Rangs electronics

 নবাবগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর বাজারে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের আঘাতে নিহত মো. মিজানুর রহমান মিজু হত্যা মামলায় আটকৃত তিন আসামীর মধ্যে মো. মোস্তফা ১৬৪ ধারায় স্বীকারুক্তি মূলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছে।

দোহারে মিজান হত্যা মামলায় ৩ অাসামী গ্রেফতার : অাদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দোহার থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে মুকসুদপুর গ্রামের অধিবাসী সামসুদ্দিন সিকদারের ছেলে মিজানুর রহমানের সাথে একই গ্রামের বাসিন্দা শেখ রিয়াজ টেন্ডলের পুত্র মো. মোস্তফা, নাহিদুজ্জামানের পুত্র মো. নয়ন ও আঃ হান্নানের স্ত্রী রোকেয়া বেগমের সাথে তর্ক বিতর্ক হলে এক পর্যায়ে তারা মিজানকে আঘাত করলে সে মৃত্যুবরণ করে। পরে নিহত মুজিবরে স্ত্রী আসমা আক্তার দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করেন। এ বিষয়ে দোহার থানার ওসি(তদন্ত) ইয়াসিন মুন্সি জানান, পুলিশ এ হত্যা মামলার এঘটনায় ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করলে। রোববার আদালতে মোস্তফা দোষ স্বীকার করেন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment