ভারতের আজমির শরিফ গেলেন সেলিনা হায়াৎ আইভী

ভারতের আজমির শরিফ গেলেন সেলিনা হায়াৎ আইভী

ছাত্রলীগের নতুন কমিটির প্রতিবাদে বিক্ষোভ : সা.সম্পাদকের কুশপুত্তলিকা দাহ

ভারতের আজমির শরিফ গেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার সকাল ১১টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আজমির শরিফের উদ্দেশে রওনা হন।

মেয়র আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়র আইভীর সঙ্গে তার ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ পরিবারের নিকটাত্মীয়রা রয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নগরীর ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের সঙ্গে স্থানীয় এমপি শামীম ওসমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে মেয়র আইভী, সাংবাদিকসহ অর্ধশত মানুষ আহত হন।

পরে গত ১৮ জানুয়ারি নগরভবনে দুই সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন মেয়র। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ২৩ জানুয়ারি বাড়ি ফিরে আসেন মেয়র আইভী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment