রাজৈরে স্বরাষ্ট্র মন্ত্রীর এপিএসের শিক্ষা উপকরণ বিতরণ

রাজৈরে স্বরাষ্ট্র মন্ত্রীর এপিএসের শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ ইব্রাহীম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের সরকারী রাজৈর ডিগ্রি কলেজ মিলনায়তনে আজ শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রীর সহকারী একান্ত সচিব রাজৈরের কৃতি সন্তান মোঃ সোহেল মিয়া।
রাজৈরে স্বরাষ্ট্র মন্ত্রীর এপিএসের শিক্ষা উপকরণ বিতরণমোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সৈয়দ ফারুক আহমেদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(এ্যাডমিন) আব্দুলাহ আল মামুন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান খান,অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) সুমন দেব,রাজৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব মিয়া, সরকারী রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা ও রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী মিয়া, রাজৈর থানা যুবলীগের সভাপতি নুরুল হক খান, রাজৈর উপজেলা ছাত্রলীগের সভা মস্তফা মনির সুজন ও ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মোঃ সেলিম আহমেদ প্রমুখ। ইমরান হোসেন সাগরের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও একান্ত সচিবের বাবা মোঃ ইলিয়াস মিয়া ও মা শাহানাজ পারভীন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment