উল্লাপাড়া উপজেলা ক্ষুদ্র সেচ অফিসের সহকারী মেকানিক্স কর্তৃক আওয়ামীলীগ নেতা লাঞ্ছিত

উল্লাপাড়া উপজেলা ক্ষুদ্র সেচ অফিসের সহকারী মেকানিক্স কর্তৃক আওয়ামীলীগ নেতা লাঞ্ছিত

ইউসুফ আহম্মেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: উল্লাপাড়ায় ঘুষ নোওয়ার প্রতিবাদ করায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আব্দুস ছামাদ সরকার লাঞ্ছিত হবার অভিযোগ উঠেছে। ভুক্তভাগী ওই আওয়ামী নেতার অভিযোগে জানা যায়, অত্র উপজলার পঞ্চক্রাশী ইউনিয়নের রাঘববাড়ীয়া গ্রামের শ্রমিকলীগের নেতা নজরুল ইসলাম সেচ সংযোগের বিষয়ে উল্লাপাড়া বিএডিসি ক্ষুদ্র সেচ, অফিসে একটি আবেদন করেন।
উল্লাপাড়া উপজেলা ক্ষুদ্র সেচ অফিসের সহকারী মেকানিক্স কর্তৃক আওয়ামীলীগ নেতা লাঞ্ছিতএরই ধারাবাহিকতায় অত্র অফিসের সহকারী মেকানিক সানোয়ার এক ব্যক্তির কাছ ১০হাজার টাকা উৎকোচ দাবী করেন। উপায় না পেয়ে ভুক্তভাগী নজরুল বাধ্য হয় ৩হাজার টাকা প্রদান করে। অবশিষ্ট ৮হাজার টাকা সময় মত না দেয়ায় সহকারী মেকানিক সানোয়ার জনৈক ব্যক্তির উপর চাপ প্রয়োগে অব্যহত রাখে। এবিষয় ভুক্তভাগীরা উপজলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আব্দুস ছামাদ সরকার শরণাপন্ন হল তিনি আজ সকাল ১০টার সময় মেকানিক সানোয়ার কে ফোন দিলে তিনি ঘুষের অবশিষ্ট টাকা না পেলে কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। বিষয়টি নিয়ে আব্দুস ছামাদ সরকার উল্লাপাড়া বিএডিসি ক্ষুদ্র সচ অফিসে যান এবং সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানর সাথে কথা বলার এক পর্যায়ে সহকারী মেকানিক ছানায়ার অতর্কীত উপজলা আওয়ামীলীগর সদস্য ও জাতীয় শ্রমিকলীগর আহবায়ক আব্দুস ছামাদ সরকারক লাঞ্ছিত করে। নেতা লাঞ্ছিত হবার ঘটনাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভুক্তভাগীরা ক্ষুব্ধ হয় সহকারী মেকানিক ছানোয়ার কে বেধরক পিটুনী দেয়। সূত্রঃ রিপোর্টার্স ইউনিটি উল্লাপাড়া ফেইজবুক ওয়াল

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment