খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেনের জীবননগর মনোহরপুর আবাসন পরিদর্শন

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেনের জীবননগর মনোহরপুর আবাসন পরিদর্শন

জীবননগর,চুয়াডাঙ্গা ( মোঃ জামাল হোসেন খোকন ):-
খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন বুধবার দুপুরে জীবননগরে পুর্ণবার্সিত ব্যক্তিগন প্রাক্তন ভিক্ষুকদের জীবনমান উন্নয়নের লক্ষে দোকান ঘর.মার্কেট নির্মান করার জন্য মনোহরপুর আবাসন সরেজমিনে পুরদর্শন করেন । গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর আবাসনে এসে খুলনা বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন প্রাক্তন ভিক্ষুকদের সার্বিক খোজ খবর নেন। এ সময় তিনি পুর্নবাসিত প্রাক্তন ভিক্ষুকদের জীবনমান উন্নয়ন করার লক্ষে বিভিন্ন উপকরণ প্রদান ও প্রাক্তন ভিক্ষুকদের জন্য আত্বকর্মসংস্থান ব্যবসা সৃষ্ঠির লক্ষে মনোহরপুর আবাসন প্রকল্পের মধ্যেই স্বাভলম্বী ও অর্থিকভাবে স্বচ্ছল হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন ।
খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেনের জীবননগর মনোহরপুর আবাসন পরিদর্শন এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহম্মেদ,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহম্মদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সাইফুল ইসলাম,জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান সহ সাংবাদিকবৃন্দ,ইউপি সচিব,ইউডিসি উদ্দ্যেক্তা,স্থানীয়সুধী,আবাসনে বসবাসকারী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।প্রাক্তন ভিক্ষুকদের দোকান ঘর নির্মান কাজের সার্বিক ব্যবস্থপনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment