উল্লাপাড়ায় চাকরি দেওয়ার কথা বলে ১৫ শতাংশ জায়গার উপর স্কুল স্থাপনের অভিযোগ

উল্লাপাড়ায় চাকরি দেওয়ার কথা বলে ১৫ শতাংশ জায়গার উপর স্কুল স্থাপনের অভিযোগ

আলমগীর হোসেন আলম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-
সিরাজসিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শতাংশ জায়গার উপর চাকরি দেওয়ার কথা বলে জোড় করে স্কুল স্থাপন করেছেন স্কুল ম্যানেজিং কমিটি।স্কুলটি নির্মাণ করার পর প্রায় ৩০ পার বছর হলেও চাকরি দিতে পারেনি মৃতঃ মজিবর মোন্ডলের ছেলেদের বা তার নাতিদের।১৫ শতাংশ জায়গার উপর যে স্কুলটি স্থাপন করেছে বর্তমানে মালিক হলেন ৪ জন।তারা হলেন,মৃত মজিবর মোন্ডলের ৩ ছেলে,ইদ্রিস  মোন্ডল,সিদ্দিক মোন্ডল,ও শহিদুল মোন্ডল।অন্য আর একজন জমির মালিক হলেন,মৃত নজাব আলীর ছেলে হবিবর মোন্ডল।
উল্লাপাড়ায় চাকরি দেওয়ার কথা বলে ১৫ শতাংশ জায়গার উপর স্কুল স্থাপনের অভিযোগএই ভুক্তভোগী ৪ জন জমির মালিক বলেন,আমাদের ১ জনকে চাকরি দেওয়ার কথা বললেও আমাদের চাকরি না দিয়ে অন্য কাউকে স্কুল কমিটি চাকরি দিয়ে দেয়।পরে আমরা স্কুল কমিটির সভাপতি লালচাঁদ হোসেনের নিকট গেলে তিনি বলেন ১২ লক্ষ টাকা লাগবে।তখন জমির মালিকেরা  বলেন, আমরা ১৫ শতাংশ জমি দিয়েছি তার পর কেনো ১২ লক্ষ টাকা দিবো।এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।দলীয় ক্ষমতার দাপটে  স্কুল কমিটির সভাপতি লালচাঁন নিজের  পায়ের জুতা খুলে তাদের মারধর করে। এবং বলেন আপনাদের ছেলে জামাত করে বলে চাকরি দেওয়া হয় নাই।সত্যিকার অর্থে সিদ্দিক মন্ডলের ছেলে জামাত করেন না বরং তিনি আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য। যার ক্রমিক নম্বর ৬৯৫৮৯১।ঐ স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার বলেন,জমির মালিক আগে জমির দাবি করলো না এখন জমির দাবি করছে নিশ্চয় তাদের কাছে ডকুমেন্ট আছে।তিনি আরো বলেন,সরকার এতো বোকা নয় যে জমি একোয়ার না করে বিল্ডিং করবে এবং ইন্জিনিয়ারো করবে না।স্কুলের এই প্রাচীর দিয়েছি সরকারি ভাবেই দিয়েছি।  ভুক্তভোগী ৪ জন জমির মালিক দেশবাসী ও সরকারের কাছে তাদের জমি ফেরত পাওয়ার জন্য আবেদন করেন।

আলমগীর হোসেন আলম

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment