খেলাধুলা, ও শরীর চর্চার মধ্য দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব

খেলাধুলা, ও শরীর চর্চার মধ্য দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:-
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ক্রিড়ানুরাগী আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বলেছেন, খেলাধুলা, ও শরীর চর্চার মধ্য দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শরীর ও মন দুটিই ভালো রাখে। তাই তিনি যুবসমাজকে অবসর সময়ে খেলাধুলা চর্চার আহবান জানান। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গোবিন্দগঞ্জ সরকারী কলেজ মাঠে এমপি,গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে ঢাকা বনাম জয়পুরহাট জেলা দলের খেলোয়ারদের সাথে পরিচয় পর্ব শেষে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন।
খেলাধুলা, ও শরীর চর্চার মধ্য দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভবএ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগের বিশিষ্ট নেতা গোবিন্দগঞ্জ বিএম বালিকা বিদ্যালয়ের সভাপতি ও সরকারী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মুকিতুর রহমান রাফি,উপাধ্যক্ষ বশির আহাম্মেদ,প্যানেল মেয়র১ উপজেলা ত্রান,দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাপ্পী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি প্যানেল মেয়র২ রিমন তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সহ যুগ্ন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমান,উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট,সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, ধারাভাষ্যকার রবিউল ইসলাম প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংযুক্ত।

রেজুয়ান খান রিকন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment