রানীনগরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

রানীনগরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

ফারমান আলী,নওগাঁ প্রতিনিধি:-
নওগাঁর রানীনগরে রেললাইনের খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রেলগেট সংলগ্ন শিমুলতলী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা,
রানীনগরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধারসকালে স্থানীয়রা রেললাইন সংলগ্ন খালে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে পুলিশ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি পচে দূর্গন্ধ ছড়াচ্ছে।  রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment