নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হলো মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হলো মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

মোঃ ইব্রাহীম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:-
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাদারীপুর লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে রবিবার রাতে শেষ হলো তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। অনুষ্ঠানের মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা,কুইচ প্রতিযোগিতা,মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  তিনদিন ব্যাপী ডিজিটাল মেলার সমাপনী দিনে মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জলা প্রশাসক (রাজস্ব)
নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হলো মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলাসৈয়দ ফারুক হোসেন,মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউর রহমান,সিভিল সার্জন ডাঃ ফরিদ হোসেন মিয়া, এনডিসি আল মামুন,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি ব্যানার্জি,ম্যাজিস্ট্রেট ফাহিমা আজবিন তন্নী,বীর মুক্তিযোদ্ধা নূর ই আলম বাবু চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে মাদারীপুর সরকারী ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও সরকারী ডনোভান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে “তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই পারে উন্নত বাংলাদেশ গড়তে” এর পক্ষে বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সরকারী ডনোভান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হবার যোগ্যতা অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় দশম শ্রেণির ছাত্রী সাবরিন আক্তার কেয়া। ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পান মাদারীপুরের সরকারী রাজৈর ডিগ্রি কলেজ। মেলায় প্রায় অর্ধ শতাধিক স্টল বসে।
অনুষ্ঠানের শেষার্ধে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মঞ্চের অতিথিবৃন্দ। এছাড়াও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment