ভৈরবে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জন আটক

ভৈরবে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জন আটক

রাজীবুল হাসান , ভৈরব প্রতিনিধি ॥
ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। আজ সাড়ে ১১টায় বেগম খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম , জেলা ছাত্র দলের আহব্বায়ক তারিকুজ্জামান পানেল কে আটক করেছে পুলিশ। জনগনের জান মালের হেফাজত করতে, রাস্তাায় বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের কাজে বাঁধা দেওয়ায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এই ঘটনায় ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
ভৈরবে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া	 ঘটনায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জন আটকস্থানীয় সুত্রে জানা যায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকা থেকে সিলেটে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীরা শুভেচ্ছা জানানো জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে বিক্ষিপ্ত বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিএনপির নেতাকর্মীদের ইটপাটকেলে ভৈরব থানা ওসি মোখলেসুর রহমান, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সাব ইন্সপেক্টর মাজারুল ইসলাম, সাব ইন্সপেক্টর আজিজ আহত হয়েছে । বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ,জেলা ছাত্রদলের আহবায়ক তারিকুজ্জামান পানেল কে আটক করে পুলিশ । এর আগে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার । এর আগে গভীর রাতে বিএনপির নেতা কর্মীদের বাড়িতে তল্লাাশি চালিয়ে যুবদল নেতা মাসুদকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। একই সময় অভিযান চালিয়ে কুলিয়ারচর রামদী ইউনিয়নের সভপতি হাজী মজনু মিয়া, যুবদল নেতা গোলাম রসুলকেও আটক করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment