মানিকগঞ্জ সিংগাইরে অান্তঃ হাইস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জ সিংগাইরে অান্তঃ হাইস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফিরোজ হোসেন, মানিকগঞ্জ :-
“এসো বন্ধুত্বের হাত বাড়িয়ে, এক কল্যাণময় সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে বন্ধু সমাজ কল্যান সংস্থা কর্তৃক অায়োজিত অান্তঃ হাইস্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু অাহম্মেদের সার্বিক তত্বাবধানে রবিবার সকাল ১০ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৪ ধরনের প্রতিযোগিতা নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ সিংগাইরে অান্তঃ হাইস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতঅান্তঃ হাইস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ ও সিংহড়া উচ্চ বিদ্যালয়সহ মোট পাচটি স্কুল থেকে মেধা তালিকা অনুযায়ী বাছাইকৃত খেলোয়াররা মোট অংশগ্রহণ করেন।  এসময় দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অানিছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য অাব্দুল অালীম, সিংগাইর উপজেলা অাওয়ামী লীগের সহ- সভাপতি অাবজাল হক, জামশা ইউনিয়ন যুবলীগের সভাপতি ওবায়দুর রহমান, দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিক মোল্লা সহ সংগঠনের সকল সদস্যরা।  খেলা শেষে সকল বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment