চট্টগ্রাম স্টেডিয়ামের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট

চট্টগ্রাম স্টেডিয়ামের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়া ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ‘বিলো অ্যাভারেজ’ হিসাবে উল্লেখ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাছাড়া এই ভেন্যুর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আগামী পাঁচ বছর এই ডিমেরিট পয়েন্টটি রেকর্ডে থাকবে।আইসিসির নিয়ম অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে এই ভেন্যু যদি পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায় তাহলে এক বছরের জন্য ভেন্যুটি নিষিদ্ধ হবে। অর্থাৎ, এক বছর এখানে কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে পারবে না।

চট্টগ্রাম স্টেডিয়ামের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট

এই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা ডেভিড বুন তার মন্তব্যে উল্লেখ করেছেন, ‘পিচে পেসাররা নতুন বলে কোনও সুবিধা পায়নি। পুরো ম্যাচে তেমন বাউন্সও ছিল না। শুরুতে স্পিনারদের জন্য কিছুটা স্লো টার্ন ছিল। কিন্তু ম্যাচের সময় গড়ানোর সাথে সাথে যতোটা আশা করা হয়েছিল উইকেটে স্পিনারদের জন্য তেমন সুবিধা তৈরি হয়নি। পাঁচদিনই ব্যাটসম্যানরা পুরোপুরি সুবিধা ভোগ করেছে।’ম্যাচের পর পিচ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, ‘উইকেট ভালো ছিল। দুই দলের ব্যাটসম্যানরাই রান পেয়েছে।’অন্যদিকে শ্রীলঙ্কা দলের ওপেনার দিমুথ করুণারত্নে বলেছিলেন, ‘উইকেট টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী ছিল না। এখানে বোলারদের জন্য কিছুই ছিল না।’গত ৩১ জানুয়ারি-৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে মোট রান হয়েছে ১৫৩৩। মোট উইকেট পড়েছে ২৪টি। ম্যাচে বল হয়েছে দুই হাজারেরও বেশি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment