নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের গুলি আহত ৫

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের গুলি আহত ৫
 মোঃশাহাদাত হোসেন নিশাদ,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফার্নেজ ট্রাস্ট দূর্ণীতি মামলা আদালত কর্তৃক ৫ বছরের কারাদন্ড দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এসময় শামীম (২৭) ও রুবেল (২৫) নামে দুই বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে এবং তিন আইনজীবী সহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা শহরের দত্তেরহাট বাজার ও জেলা জজ কোর্ট চত্বরে মিছিল ও হামলা ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফার্নেজ ট্রাস্ট দূর্ণীতি মামলা আদালত কর্তৃক ৫ বছরের কারাদন্ডের রায় দেওয়া হয়।
নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের গুলি আহত ৫এর প্রতিক্রিয়ায় বিকেল ৩টার দিকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর দত্তেরহাট বাজার এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এতে শামীম নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয় এবং এক দোকানদার আহত হয়। অপরদিকে, রায় ঘোষণার পরপরই জেলা জজ আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা একটি প্রতিবাদী মিছিল বের করে। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করেছে বলে আইনজীবীরা অভিযোগ করেন। এসময় এডভোকেট নিজাম উদ্দিন, আবদুল মালেক ও আবদুল কাদেও সহ তিন আইনজীবী আহত হয়। সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন পুলিশের হামলা বিষয়টি অস্বীকার করে জানান, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment