রাজ্জাকের পর তাইজুলের আঘাত

চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ। ঢাকায় স্পিনাররা যে রাজত্ব ফলাবেন, সেই ঘোষণা দিয়ে রাখলেন রাজ্জাক ও তাইজুল। নতুন বলেও উইকেট থেকে টার্ন পাচ্ছেন তারা। রাজ্জাকের পর  বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিলেন আরেক স্পিনার তাইজুল। চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভাকে ১৯ রানে বিদায় করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন তাইজুল।

এ প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ১৮ ওভারে ২ উইকেটে ৬৪। এর আগে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।বাংলাদেশ  একাদশমাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবদুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment