বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টের মতোই তিন স্পিনার ও এক পেসার নিয়ে বাংলাদেশ একাদশ সাজানো হয়েছে। একাদশে সানজামুল ইসলামের জায়গায় ঢুকেছেন আব্দুর রাজ্জাক। আর মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় ঢুকেছেন সাব্বির রহমান।

অন্যদিকে, শ্রীলঙ্কার একাদশে স্পিনার লক্ষণ সান্দাকানের জায়গায় আকিলা ধনঞ্জয়াকে রাখা হয়েছে। আজ অভিষেক টেস্ট খেলতে নেমেছেন স্পিনার আকিলা ধনঞ্জয়া। পেসার লহিরু কুমারাকে বসিয়ে ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে নেয়া হয়েছে।গত ৩১ জানুয়ারি-৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ওই ম্যাচের স্কোয়াডে আব্দুর রাজ্জাক স্কোয়াডে থাকলেও তাকে একাদশে রাখা হয়নি। খেলানো হয়েছিল সানজামুল ইসলামকে। কিন্তু সানজামুল ইসলাম ভালো করতে পারেননি। এরপর দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে সানজামুল ইসলামকে বাদ দেয়া হয়। আর চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে না থাকলেও ঢাকা টেস্টের স্কোয়াডে রাখা হয় সাব্বির রহমানকে।আব্দুর রাজ্জাক সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। সেই ম্যাচেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তিনি আজ তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন। অন্যদিকে, সাব্বির রহমান আজ তার ক্যারিয়ারের ১১তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন।বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান।শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment