রাজ্জাক জাদুতে স্বস্তির লাঞ্চে টাইগাররা

রাজ্জাক জাদুতে স্বস্তির লাঞ্চে টাইগাররা

চার বছর পর দলে ফিরেই স্পিন জাদু দেখাচ্ছেন আব্দুর রাজ্জাক রাজ। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে শুরুতে দলকে উইকেট এনে দেওয়ার পর লাঞ্চের কিছু আগে ফের জ্বলে ওঠেন বাঁহাতি স্পিনার।

রাজ্জাক জাদুতে স্বস্তির লাঞ্চে টাইগাররা

দ্বিতীয় স্পেলে বল করতে এসে হ্যাটট্রিকর সম্ভাবনাও জাগান রাজ্জাক। নিজের ৬ষ্ঠ ও দলের ২৮তম ওভার করতে এসে প্রথম বলেই গুণাথিলাকাকে ১৩ রানে বিদায় করে দেন তিনি। অবশ্য এ উইকেটের পিছনে দারুণ অবদান ছিল মুশফিকের রহিমেরও। মিডঅফে লাফ দিয়ে মনে রাখার মতো ক্যাচ ধরেন মুশি।পরের বলে আরেক উইকেট রাজ্জাকের। দারুণ এক ডেলিভারিতে এবার সরাসরি বোল্ড করে দেন চন্ডিমালকে, ০ রানে।লাঞ্চের আগে দারুণ স্বস্তি বাংলাদেশ শিবিরে। প্রথম ইনিংসে ৪ উইকেটে ১০৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে শ্রীলঙ্কা। সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ। ঢাকায় স্পিনাররা যে রাজত্ব ফলাবেন, সেই ঘোষণা দিয়ে রাখলেন রাজ্জাক ও তাইজুল। নতুন বলেও উইকেট থেকে টার্ন পাচ্ছেন তারা।বাংলাদেশ  একাদশ:মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবদুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment