অা,লীগ নেতারা ১৫ ফেব্রুয়ারি জনসভার মাঠ পরিদর্শন করেছে

অা,লীগ নেতারা ১৫ ফেব্রুয়ারি জনসভার মাঠ পরিদর্শন করেছে

রাজশাহী প্রতিনিধি:-
রাজশাহীর তানোর উপজেলা বাংলাদেশ অা,লীগের অায়োজনে অাগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩ ঘটিকায় গোল্লাপাড়া বাজার মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এছাড়া অাবার অাগামী ২২ শে ফেব্রুয়ারি রাজশাহী মহানরীতে প্রধানমন্ত্রীর অাগমন উপলক্ষে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে হবে বলে জানা গেছে। সে অালোকে গত বৃহস্পতিবার বিকেলে উক্ত জনসভার মাঠ পরিদর্শন করতে দেখা গেছে তানোর উপজেলা অা,লীগ, সাধারন সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন, এবং অত্র উপজেলা যুবলীগ সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, লুৎফর হায়দার রশিদ ময়না, সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন। এদিকে দলীয় সূত্রে অারো জানা গেছে অাগামী ২২ ফেব্রুয়ারি
অা,লীগ নেতারা ১৫ ফেব্রুয়ারি জনসভার মাঠ পরিদর্শন করেছেরাজশাহী মহানগরীতে প্রধানমন্ত্রীর জনসভাকে সাফল্য মন্ডিত করার জন্য তানোর গোদাগাড়ী রাজশাহী ১ অাসন হতে ব্যপক লোকের সমাগম করবে বলে গোদাগাড়ী ও তানোর উপজেলা অা,লীগ সাধারন সম্পাদক সূত্রে জানা গেছে। তাছাড়া অারো জানা গেছে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলের জনসভাতে ২০ হাজার লোকের সমাগম করবে বলে জানিয়েছেন  অাব্দুল্লাহ অাল মামুন ও যুবলীগের যুবরাজ লুৎফর হায়দার রশিদ ময়না। জনসভার মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন অা,লীগ সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, পাঁচন্দর অা,লীগ সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান অাব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান অাতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান, তোফায়েল হোসেন, অা,লীগ নেতা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অাবুল হোসেন ধলু, বাধাইড় ইউপি সাবেক চেয়ারম্যান অাবুল কালাম অাজাদ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। অপরদিকে উক্ত জনসভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত অা,লীগ সাংগঠনিক সম্পাদক, খালেদ মাহমুদ চৌধুরী (এমপি),
কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর অা,লীগ সভাপতি, এএইচএম খায়রুজ্জামান (লিটন), রাজশাহী জেলা অা,লীগ সভাপতি, তানোর গোদাগাড়ী রাজশাহী ১ অাসনের (এমপি) এবং একমাত্র এ অঞ্চলের অাবারো নৌকার মাঝি হচ্ছে অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী সহ অত্র জেলার সকল এমপিরা উক্ত জনসভাতে উপস্থিত থেকে বক্তব্য দেবেন  সাধারন সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না সংবাদ কর্মীদের এ সব কথা জানিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment