খালেদা জিয়ার সাজা হওয়ায় কুবি বঙ্গবন্ধু পরিষদের সন্তোষ প্রকাশ

রাসেল আহমেদ, কুবি প্রতিনিধিঃ-
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়ায় আদালতের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সন্তোষ প্রকাশ করে সংগঠনটি।বৃহস্পতি বার সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী রানা ও সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞ প্তিতে বলা হয়,“দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামী বেগম খালেদা জিয়া কে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
খালেদা জিয়ার সাজা হওয়ায় কুবি বঙ্গবন্ধু পরিষদের সন্তোষ প্রকাশএকই মামলায় আদালত দুর্নীতির বরপুত্র তারেক রহমানসহ অন্যান্য আসামী দের দশ বছরের কারাদন্ড দিয়েছেন। বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় মনে করে, এ রায়ের মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হল। বঙ্গবন্ধু পরি দ আরও মনে করে, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে, অপরাধী যেই হোক তাকে তার প্রায়শ্চিত্ত করতেই হয়। বঙ্গবন্ধু ও তাঁর স্বজনদের হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচারসহ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার এ রায়ের মাধ্যমে দেশে বিচার ীনতার সংস্কৃতির যে চিত্র ছিল তা বর্তমানে আর নেই। এ মামলা ও মামলার রায় নিয়ে দেশব্যাপী যে বা যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্তে লিপ্ত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এছাড়া এই মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে সন্ত্রাসী হামলা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানায় তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment