ধনঞ্জয়ার পাচঁ ওভারে পাঁচ উইকেট

অভিষেক ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন ২৪ বছর বয়সী লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া। বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন আটটি উইকেট। তার মধ্যে প্রথম ইনিংসে ১০ ওভার বল করে ২০ রান দিয়ে নেন তিনটি উইকেট। আর আজ দ্বিতীয় ইনিংসে মাত্র পাচঁ ওভার বল করে একটি ম্যাডেন দিয়ে নেন পাচঁটি উইকেট।
আজ লিটন দাসকে ফেরানোর মাধ্যমে নিজের প্রথম উইকেটটি শিকার করেন আকিলা ধনঞ্জয়া। এরপর একে একে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও আব্দুর রাজ্জাককে।
এই ম্যাচের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে ডানহাতি স্পিনার ধনঞ্জয়ার। এর আগে শ্রীলঙ্কার হয়ে ১৯টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২১টি উইকেট। আর টি-টোয়েন্টিতে নয়টি ম্যাচ খেলে নিয়েছেন সাতটি উইকেট। গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে দুইটি উইকেট শিকার করেছিলেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment