সুনামগঞ্জ জেলা বিএনপি’র দ্বিতীয় দিনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

সুনামগঞ্জ জেলা বিএনপি’র দ্বিতীয় দিনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

সুনামগঞ্জ প্রতিনিধি:-
বিএনপির কেন্দ্রিীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে।  শনিবার সকাল ১১টায় পুরাতন বাসস্টেশন জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষেভি মিছিলটি বের আলফাত উদ্দিন স্কয়ারের সামনে যেতে চাইলে মিছিল নিয়ে একশ গজ যেতেই কামারখালী পুলের রাস্তায় পুলিশ বেরিকেড দিয়ে মিছিল থামিয়ে দেয়। পরে সেখানেই সংক্ষপ্তি সমাবেশে করেন নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ আলহ্বাজ মোঃ ফজলুল হক আসপিয়া।
সুনামগঞ্জ জেলা বিএনপি’র দ্বিতীয় দিনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধাএছাড়াও বক্তব্য রাখেন,সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান,আকবর আলী, এ্যাড. মইনুদ্দিন মল্লিক সুহেল, রেজাউল করিম,এ্যাড. শেরেনুর আলী,সেলিশ উদ্দিন আহমদ,আবুল কালাম আজাদ,আনিসুল হক,যুগ্ম সম্পাদক মোঃ নুর হোসেন, মুনাজ্জির হোসেন সুজন কোষাধ্যক্ষ সাইফুল্লাহ হাসান জুনেদ,জেলা বিএনপি নেতা এ্যাড. জিয়াউর রহিম শাহিন,আব্দুল গণি, ,যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ,যুবদল নেতা সুহেল মিয়া,কালারচাঁর,আবুল কাশেম দুলু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু,তফাজ্জল হোসেন,আনোয়ার জবেদ প্রমুখ।  নেতৃবৃন্দরা বলেন বিনাভোটের অবৈধ আওয়ামীলীগ সরকার ফ্যাসিবাদি কায়দায় ক্ষমতা আকড়ে ধরে রাখতে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমস্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাাগারে পাঠানো হয়েছে। সরকার আবারো একতরফা নির্বাচননের মাধ্যমে ক্ষতমাকে আকড়ে ধরে রাখার পায়তাঁরায় লিপ্ত রয়েছে। অবিলম্বে বিএনপিন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানান মিছিলটি বের হওয়া মাত্রই আমরা থামিয়ে দিয়েছি। শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে ও যেকোন ধরণের নাশকতা এড়াতে আমরা তাদের মিছিল করতে দেইনি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment