নয় বছরের অবৈধ শাসনকালে ৯০ হাজার কোটি টাকা লুট করেছে, তাদের মুখে বড় কথা মানায় না-মঞ্জু

নয় বছরের অবৈধ শাসনকালে ৯০ হাজার কোটি টাকা লুট করেছে, তাদের মুখে বড় কথা মানায় না-মঞ্জু

খুলনা ব্যুরোঃ-
খুলনা মহানগর বিএনপি উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু । সমাবেশে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ৩৫ বছরের দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বেগম খালেদা জিয়া দেশের কোটি মানুষের আবেগ অনুভূতির কেন্দ্রস্থলে রয়েছেন। তার বিরুদ্ধে দেয়া রায় জনগনকে বেদনাহত করলেও দেশনেত্রীর নির্দেশে তারা শান্তিপূর্ণ ও সংঘাতহীন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। কিন্ত নেতাকর্মীদের এই সহনশীলতাকে দূর্বলতা মনে করলে বিনা ভোটের অবৈধ সরকার ভুল করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া-তারুণ্যের অহংকার তারেক রহমান তথা বিএনপিকে বাইরে রেখে দেশে এক তরফা নির্বাচন করার কোন তৎপরতা শুরু হলে প্রয়োজনে নেতাকর্মীরা দেশ অচল করে দেবে।
নয় বছরের অবৈধ শাসনকালে ৯০ হাজার কোটি টাকা লুট করেছে, তাদের মুখে বড় কথা মানায় না-মঞ্জুসমাবেশে নজরুল ইসলাম মঞ্জু বলেন, নয় বছরের অবৈধ শাসনকালে যারা ব্যাংক-বীমা-শেয়ার বাজারসহ সকল আর্থিক খাত থেকে ৯০ হাজার কোটি টাকা লুট করেছেন, তাদের মুখে বড় কথা, বড় সবক মানায় না। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আদালতের দেয়া অন্যায় রায়ের প্রতিবাদে খুলনা বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। তারা কোন সহিংসতা কিংবা নাশকতা করেনি। এ ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ কর্মীদের নামে খুলনা থানায় মামলা দায়ের এবং দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নগর সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামানা মোর্ত্তজা, প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল সহ গত চার দিনে গ্রেফতার ২৫ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান। অবিলম্বে তাদের নিঃর্শত মুক্তি এবং নেতাকর্মীর বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি বন্ধের জোর দাবি জানান।

বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, ফখরুল আলম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, জি এম রফিকুল হাসান, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের নেতা হাফেজ শফিকুল ইসলাম।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment