বিএন‌পিপ‌ন্থী আইনজীবীদের পাঁচ দি‌নের প্রতিবাদ কর্মসূ‌চি

বিএন‌পিপ‌ন্থী আইনজীবীদের পাঁচ দি‌নের প্রতিবাদ কর্মসূ‌চি

এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএন‌পিপ‌ন্থী আইনজীবীরা। কর্মসূচি অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রতিটি জেলা বারে শান্তিপূর্ণ প্রতিবাদ করবে আইনজীবীরা। শ‌নিবার দুপুরে সু‌প্রিম‌কোর্টের আইনজীবী ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূ‌চি ঘোষণা করা হয়। বিএ‌ন‌পিপ‌ন্থি আইনজীবী‌দের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরা‌ম সংবাদ স‌ম্মেল‌নের আ‌য়োজন ক‌রে। সংবাদ স‌ম্মেল‌নে লি‌খিত বক্তব্য পড়েন সু‌প্রিম কোর্ট আইনজীবী ফোরা‌মের সভাপ‌তি জয়নুল আ‌বেদীন। সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মওদুদ আহ‌মেদ,
বিএন‌পিপ‌ন্থী আইনজীবীদের পাঁচ দি‌নের প্রতিবাদ কর্মসূ‌চিসুপ্রিম কোর্ট আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি জয়নুল আ‌বেদীন, সম্পাদক মাহবুব উদ্দীন খোকন, বিএন‌পির ভাইস প্রে‌সি‌ডেন্ট নিতাই রায় চৌধুরী। ১৯৯১ সালে বিএনপি সরকারে আসার পর এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা এতিমদের জন্য না দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্টে দেয়ার অভিযোগে ২০০৮ সালে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান এবং আরও চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে গত বৃহস্পতিবার বকশিবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়। এর প্রতিবাদে সেদিনই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল জুমার নামাজের পর জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। এছাড়া আজ প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment