অবহেলায় সুন্দর্য হারাচ্ছে জাককানইবি’র একমাত্র পুকুর ঘাট !

অবহেলায় সুন্দর্য হারাচ্ছে জাককানইবি’র একমাত্র পুকুর ঘাট !

 নিহার সরকার , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সল্প জায়গা নিয়েই পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম । দৃষ্টিনন্দন কোন স্থাপনা নেই বললেই চলে বিশ্ববিদ্যালয়ে। সুন্দর্য বর্ধনমূলক যা আছে তার একটি হলো পুকুর ঘাট । বিশ্ববিদ্যালয়টি তার এক যুগ উদযাপন করবে কিছুদিন পর বিশ্ববিদ্যালয়টির সকল ক্রিয়ার জন্মলগ্ন থেকে সাক্ষী হয়ে আছে এই পুকুরটি । কিন্তু অবেহেলায় পুকুরটি আজ নর্দমায় পরিনত হওয়ার অপেক্ষায় রয়েছে । পুকুরটিতে ময়লা আবর্জনার স্থুপে পরিনত হচ্ছে । পরিষ্কার করার উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না কতৃপক্ষকে । পুকুরে ময়লা আবর্জনা ভেসে আছে, বিভিন্ন আগাছায় সুন্দর্য হারাচ্ছে পুকুরটি । অন্যদিকে পরিত্যাক্ত অবস্থায় পুকুরের এককোনায় ভাসমান আছে প্রমোদ তরী সিন্ধুসারস । এই বিষয়ে এক শিক্ষার্থী তোরাফুল আলম রাজু বলেন , বিশ্ববিদ্যালয়ে কেবল বিল্ডিং গড়ে উঠছে আর তা গড়ে তুলতে গিয়ে প্রাকৃতিক সুন্দর্য নষ্ট করা হচ্ছে । ৪২ একর জুড়ে কেবল বিল্ডিং দেখা যায় ,সবুজ রঙটা দেখা যায় না , যেখানে খোলা আকাশ দেখা যায় না সেখানে মুক্তচিন্তা কিভাবে করবো? প্রশাসনের কাছে দাবি ক্যাম্পাসের এলাকা বড় করতে জায়গা অধিগ্রহন করা হোক ,আর আমাদের এই পুকুর যাকে আমরা অনেকেই বলি ‘বিবর্তনের ঘাট’ এটি যথাযথ রক্ষানাবেক্ষন করা হোক ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment