ঝিনাইদহে যুবলীগ নেতা বিবেকানন্দ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

ঝিনাইদহে যুবলীগ নেতা বিবেকানন্দ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা
রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বিবেকানন্দ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুনুড়িয়া স্কুলমাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঘোড়শাল ইউনিয়নের মুনড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঘোড়শাল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এমদাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
ঝিনাইদহে যুবলীগ নেতা বিবেকানন্দ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভাবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বিনয় কুমার বিশ্বাস, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল,, রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহম্মেদ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ যুবলীগ নেতা শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, ঘোড়শাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের আহবায়ক নুর এ আলম বিপ্লব, যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের আমলে কোন সন্ত্রাসীদের ঠাই নাই। যুবলীগের সভাপতি বিবেকানন্দ বিশ্বাসের যে ভাবে কুপিয়েছে সন্ত্রাসী জাহিদ বাহিনী তাদের বিচার অচিরেই হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এ ধরনের নির্যাতনের সাথে যেই জড়িত থাকুক না কেন তারও বিচার হবে। উল্লেখ্য, ১১ জানুয়ারী মুনুড়িয়া বাজারে বসে থাকা অবস্থায় বিবেকানন্দ বিশ্বাসকে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment